বিকাল ৩:৫৮ শুক্রবার ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম খেলা ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচটাই তামিমের ক্যারিয়ার সেরা

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচটাই তামিমের ক্যারিয়ার সেরা

লিখেছেন Fahmid Souror
Spread the love

গত বিশ বছরে বাংলাদেশের ক্রিকেটের সেরা অর্জনগুলির দিকে তাকালে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটাকে রাখতেই হবে। দারুণ এক অর্ধশতক করে সেদিন তারকামন্ডিত ভারতীয় দলকে কাঁদিয়ে ছেড়েছিলেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।

ক্যারিয়ারে তিনশর বেশি ম্যাচ খেললেও শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলীদের হারানোর মূহুর্তটাকে সবসময় অন্যরকম ভালোলাগা জাগায় তামিম ইকবালের মনে।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘ ক্রিক ট্র্যাকারের’ আয়োজনে ক্রিকেট বিশেষজ্ঞ আনিস সজনের সাথে ভারতের বিপক্ষে জয়টাকেই ক্যারিয়ারে সবচেয়ে বড় ম্যাচ বলে উল্লেখ করেন তামিম।

২০০৭ সালের সেই ম্যাচ প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে তামিম বলেন, ‘ত্রিনিদাদে ভারত ও আমরা একই হোটেলে অবস্থান করেছিলাম। সেদিন সকালের নাস্তায় শচীন টেন্ডুলকারের সাথে আমার দেখা হয়।  তার হাতে দুটি ব্যাট ছিল। আমি বললাম, অমি কি একটা ব্যাট ধরতে পারি। তিনি আমার হাতে ব্যাটটা দিয়ে দিলেন। ব্যাটটা অনেক ভারি ছিল। এটা আমার জন্য অন্যরকম একটা মূহুর্ত ছিল।’

সেদিন ম্যাচে কোনোভাবেই মন বসাতে পারছিলেন না তামিম।  তিনি বলেন, ‘আমি স্কয়ার লেগে ফিল্ডিং করছিলাম। শচীন ব্যাটিং করছিলেন। ওটা অন্যরকম ছিল। সারাজীবন তাকে দেখে বড় হয়েছি, মাঠে তার বিপক্ষে খেলাটা এটা ছিল ভিন্নরকম একটা অনুভূতি।  আপনি বাংলাদেশের যে কাউকেই জিজ্ঞাসা করবেন সবাই বলবে এটা বাংলাদেশের অন্যতম সেরা একটা জয়। ’

আনিস সজনের সাথে আলাপচারিতায় ২০০৭ ছাড়াও ২০১১, ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের স্মৃতি নিয়েও আলাপ করেন তামিম।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More