রংপুরে টাকা দেয়ার কথা বলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুবেল হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুবেল পীরগাছার উপজেলার পূর্বদেবু গ্রামের আব্দুল আজিজের ছেলে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার রুবেলকে রংপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী রুবেল পাঁচ টাকা দেয়ার কথা বলে শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার মায়ের কাছে এ ঘটনা খুলে বলে। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রুবেলকে রাতেই গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ প্রসঙ্গে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রুবেলকে রাতেই গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।