দুয়ারে কড়া নাড়ছে শ্রীলংকা সফর। করোনা ভাইরাসের কারণে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন এখনো শুরু হয়নি। তবে বিসিবির ব্যবস্থাপনায় চলছে ব্যক্তিগত অনুশীলন। সেই অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অনুশীলনে সময়টা দারুণ পার করেছেন তারা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুশালনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন পেসার তাসকিন আহমেদ। বল হাতে পুরনো তাসকিনকেই দেখা যাচ্ছে সেখানে। বল করতে দেখা গেছে মুস্তাফিজকেও। নেটে ঘাম ঝড়িয়েছেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদও।
এই মাসের ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। করোনা ঝুঁকির কারণে এবার ২১-২২ জন ক্রিকেটার নিয়ে শ্রীলংকা যাবেন সাকিব-মুমিনুলরা।