দক্ষিণ আফ্রিকার ডারবান সমুদ্র সৈকতে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত কালো মাম্বা সাপ ভেসে উঠেছে। যা দেখে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে। সমুদ্রের জোয়ারের কবলে পড়ে বিষাক্ত সাপটি সমুদ্র উপকূলে ভেসে আসে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ডারবানের অ্যাডিংটন সমুদ্র সৈকতে বিষাক্ত কালো মাম্বা সাপটি সাঁতার কাটছে। আর এই দৃশ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই দক্ষিণ আফ্রিকার অ্যাসোসিয়েশন অব মেরিন বায়োলজিক্যাল রিসার্চ ঘটনাস্থলে যেয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ডা জুডি বলেছেন, সাপটি যেহেতু সামুদ্রিক প্রাণী নয়, তাই এটি গভীর সমুদ্রে সাঁতার কাটতে কাটতে বেশ দুর্বল হয়ে গেছে। তাই সাপটি বর্তমানে শরীরে পানি শূন্যতায় ভুগছে। সাপটির পানি শূন্যতা কেটে উঠলে আবার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ছেড়ে দেওয়া হবে।
এই ঘটনার পর অনেকেই এখন সমুদ্র সৈকতে যেতে ভয় পাচ্ছেন। সংস্থার তরফে খোঁজ চালানো হচ্ছে যে, আর কোনও মাম্বা সাপ সৈকতে ভেসে এসেছে কিনা?
উল্লেখ্য, কালো মাম্বাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ বলা হয়। এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ। আফ্রিকার একটি বড় অঞ্চলজুড়ে ভয়ঙ্কর এই সাপের বিস্তৃতি লক্ষ্য করা যায়।
কালো মাম্বা দেখা যায় ইথিওপিয়া, কেনিয়া, বতসোয়ানা, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, অ্যাঙ্গোলা, নামিবিয়া, মালাউই, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কঙ্গোতে।