২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। করোনাকালে সীমিত পরিসরে দলীয় সভানেত্রীর জন্মদিন পালনের প্রস্তাব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন শেখ হাসিনা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর আপনার জন্মদিন। এটা আমরা খুব সীমিত আকারে পালন করবো। এটা প্রতিবছরই করে থাকি। আপনি না বললেও করবো। এমন প্রস্তাব পেয়ে শেখ হাসিনা বলেন, আমার জন্মদিন পালনের প্রস্তাব আমি গ্রহণ করছি না।