চট্টগ্রামের পতেঙ্গায় ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহতরা হলেন- নেওয়াজ(২৯), মুক্তার (৩৪) ও আরমান (৩০)।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, ডিপুর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।