মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার (২৮ আগস্ট) একই আদালতে লিয়াকত ও নন্দ দুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ওসি প্রদীপ আদালতে জবানবন্দি দিতে রাজি হননি। ফলে তিনদিনের রিমান্ড শেষে সর্বশেষ গত সোমবার (৩১ আগস্ট) তদন্তকারী সংস্থা র্যাব ওসি প্রদীপের জন্য আবার রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডের সময় শেষ হয়েছে আজ মঙ্গলবার।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম বলেন, ১৫ দিন রিমান্ড শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী আর রিমান্ড চাওয়া যায় না, তাই নিয়ম মতে আজ আমরা রিমান্ড আবেদন না করে আদালতে হাজির করেছি। তারপর আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজারটেকনাফের মেরিন ড্রাইভ রোডে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় অসি প্রদিপসহ নয়জনকে আসামি করে গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।