জীবনে নিশ্চয় অনেক পদের চা-তো খেয়েছেন, তবে কখনো কি হাতির মলের চা খেয়েছেন? কথাটা পড়ে কী, আপনার শরীরে নাড়া দিয়ে উঠল? হ্যা! শরীরে নাড়া দিয়ে উঠাটাই স্বাভাবিক। তবে বলিউডের খিলাড়ি সত্যি সত্যিই হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছেন। যা সত্যিই বিস্ময়কর!
দুঃসাহসিক অভিযাত্রিক বিয়ার গ্রিলসের অভিযানের সঙ্গী হয়ে হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছেন তিনি। আর নিজেই বিষয়টি জানিয়েছেন ইনস্টাগ্রামে। প্রমাণস্বরূপ জুড়ে দিয়েছেন ভিডিও।এই অভিযান ডিসকভারি প্লাসে দেখা যাবে ১১ সেপ্টেম্বর রাত আটটায়। আর ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়।