করোনার লম্বা বিরতি শেষে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজ সুবিধাজনক না হলেও পাকিস্তানের ইংল্যান্ড সফর শেষ হলো জয় দিয়েই।
তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে ১-০ তে। তবে টি-২০ সিরিজের শেষ ম্যাচটা জিতে ইজ্জত রক্ষা করেছে।
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ালেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয়ে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে ম্যানচেস্টারে শেষ টি-২০ জিতে সমতায় সিরিজ শেষ করে বাবর আজমের দল।
ওল্ড ট্রাফোর্ডে এদিন আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান তোলে পাকিস্তান। সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ।
পাকিস্তানের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ অভিষেকে অর্ধশতক হাঁকান হায়দার আলী।
জবাব দিতে নেমে শুরুর দিকে উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ফেরেন শূন্য (০) রানে। এরপর ডেভিড মালান ৭ এবং অধিনায়ক মরগান ১০ রানে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।
তবে ওপেনার টম বেনটনের ৪৬ রানের ইনিংসের পর ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখান মইন আলী।
আরো পড়ুন:
করোনায় আক্রান্ত ডি মারিয়া, ঝুঁকিতে নেইমার
বার্সায় প্রতিদিন বেতন কাটা যাচ্ছে মেসির, কত টাকা জানেন?
তবে ওয়াহাব রিয়াজের শিকার হয়ে মইন ফিরে গেলে আবারো চাপে পড়ে ইংল্যান্ড। কার্যত ইংলিশদের জয় বঞ্চিত করেন অভিজ্ঞ এ পেসার। স্লগ ওভারে তার দুর্দান্ত বোলিংয়ের কাছে শেষ পর্যন্ত ৫ রানের জয় নিয়েই শেষ হলো পাকিস্তানের ইংল্যান্ড সফর।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট তুলে নেন পেসার শাহীন আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজ।
স্কোর:
পাকিস্তান ১৯০/৪ (২০) বাবর ২১, হায়দার ৫৪, হাফিজ ৮৬*; জর্ডান ২/২৯।
ইংল্যান্ড ১৮৫/৮ (২০) বেনটন ৪৬, মাইন ৬১, বিলিং ২৬; শাহীন ২/২৮, ওয়াহাব ২/২৬।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো