চ্যাম্পিয়ন্স লীগ খেলে ইবিজা দ্বীপে বেড়াতে গিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা ডি মারিয়াসহ বেশ কয়েকজন তারকা। কিন্তু সেখানে গিয়ে বিপদ ডেকে আনলেন ডি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস। করোনাভাইরাস ধরা পড়েছে তাদের শরীরে।
এক বিবৃতিতে পিএসজি জানায়, ইবিজায় ছুটি কাটাতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো এবং ইতিমধ্যেই যথাযথ স্বাস্থবিধির আওতায় নেয়া হয়েছে তাদের। তবে কোন দু’জন, সেটি বিবৃতিতে উল্লেখ করেনি।
তবে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ নিশ্চিত করে আক্রান্ত দুই ফুটবলার হলেন ডি মারিয়া ও পারেদেস। লে’কিপ আরো জানিয়েছে, ইবিজায় ঘুরতে যাওয়া পিএসজি ফুটবলারদের মধ্যে ছিলেন নেইমার, কেইলর নাভাস, মাউরো ইকার্দি ও আন্দার এরেরাও।
এদিকে আগামী বৃহস্পতিবার লেন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করবে পিএসজি। করোনা পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই খেলতে পারবেন না ডি মারিয়া-পারেদেস। ফলে ঝুঁকি রয়েছেন নেইমার-নাভাসরাও। তাদের করোনা রিপোর্টের অপেক্ষায় ক্লাবটি।