বিকাল ৩:০১ বৃহস্পতিবার ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম বিদেশ ‘আল্লাহর কসম, একদিন ইসরাইল মদিনার ভূমি চাইবে’

‘আল্লাহর কসম, একদিন ইসরাইল মদিনার ভূমি চাইবে’

লিখেছেন মামুন শেখ
ইসরাইল মদিনার ভূমি চাইবে-durantobd
Spread the love

শুধু ফিলিস্তিনের ভূমিই নয়, ইসরাইল একদিন মদিনার ভূমি চাইবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামি স্কলার ওমার ফোরা।

তিনি বলেন, নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত পুরো ভূমিতে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে ইহুদিবাদীদের।

ফোরা বলেন, অবশেষে ইসরাইল মদিনার ভূমি চাইবে এবং আরব উপত্যকার বিভিন্ন অঞ্চলের দাবি করবে।

গত ১৯ আগস্ট ফিলিস্তিনের ইসলামি জিহাদের সহযোগী আল কুদস আল ইয়াউম টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনিদের বিপদে ফেলছে না। দেশটি পুরো আরব বিশ্বের জন্য হুমকি।

তিনি বলেন, ইসরাইল নীল নদের পূর্বতীরে দূতাবাস খুলতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ, তারা মনে করে নীল নদের পূর্ব তীরে থেকে ফোরাত নদী পর্যন্ত বাইবেলে উল্লেখিত ইসরায়েলের ভূমি। ইসরায়েল নীল নদের পশ্চিম তীরে দূতাবাস খুলেছে। কারণ তারা নীল নদের পশ্চিম অংশকে নিজেদের ভূখণ্ডের বাইরের অংশ বলে মনে করে।

ওমার ফোরা জোর দিয়ে বলেন, আল্লাহর কসম ওইদিন আসবে যখন, ইসরাইল মদিনার ভূমি চাইবে। কুরাইজা, নাধির, বানু কাইনুদা এবং খায়বারে থাকা ইহুদি উপজাতিদের ভূমি ফেরত চাইবে। এটাই হচ্ছে ইহুদি জাতীয়বাদী আন্দোলনের সত্যিকারের লক্ষ্য।

তিনি বলেন, জুদাইজমের সঙ্গে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা হল জায়নিজমের সঙ্গে।

তার মতে, ফিলিস্তিনি ভূখন্ডে সকল ইহুদীর বসবারের অধিকার নেই।

আরো পড়ুন: ঘুড়ির সঙ্গে আকাশে উড়ে গেল তিন বছরের শিশু

তার কথায়, শুধুমাত্র ওইসকল ইহুদির আমাদের সঙ্গে ফিলিস্তিনি ভূমিতে বসবাসের অধিকার আছে যারা আগে থেকেই এখানে বসবার করে আসছে। কিন্তু আশকেনাজি ইহুদি, যারা কিনা বিভিন্ন দেশ- ইউক্রেন, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড থেকে এসে বসতি গড়েছে তাদের ফিলিস্তিনি ভূখণ্ডে থাকার কোনো অধিকার নেই। তারা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাওয়া উচিৎ।

এটা মিজরাসি ইহুদিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে তিনি পরিস্কার মত দেন।

ফোরা বলেন, এদের আমাদের মতোই সমান অধিকার এবং আইনের প্রতি সমান বাধ্যবাধকতা থাকবে।

‘তারা মরক্কোয় যেভাবে বসবাস করছে আমাদের সঙ্গেও সেভাবেই বসবাস করবে, ফিলিস্তিনি কর্তৃপক্ষে অধীনে আমাদের মতোই।

সূত্র: জেএনএস

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More