সন্ধ্যা ৭:৫৩ মঙ্গলবার ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম লাইফস্টাইল চুলের যত্নে যাদুর মতো কাজ করে কফি

চুলের যত্নে যাদুর মতো কাজ করে কফি

লিখেছেন মামুন শেখ
চুলের যত্নে কফি-durantobd.com
Spread the love

আমাদের অনেকেরই দিন শুরু হয় এক কাপ কফি দিয়ে। তবে, কফি শুধুমাত্র আমাদের শারীরিকভাবেই সতেজ করে না, চুলের যত্নে কফি দারুণ কার্যকরী। কফিতে থাকা ক্যাফেইন মাথার ত্বকের জন্যও খুবই উপকারী।

কফির কফির হেয়ার প্যাক ব্যবহারে চুলের বৃদ্ধি হয়, পাশাপাশি চুল পড়া কমে।

আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় ধুলোবালি, দূষণ, সূর্যের ক্ষতিকারক রশ্মির সংস্পর্শ এবং অস্বাস্থ্যকর ডায়েটের কারণে চুলের উপর খারাপ প্রভাব ফেলে। এই কারণে চুল ফাটা, চুল পড়া এবং চুলসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়।

চুলের এসকল সমস্যার সমাধান হিসেবে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট ও মার্কেট পণ্য ব্যবহার করে থাকি, কিন্তু তাতেও অনেক সময় ফল পাওয়া যায় না।

এক্ষেত্রে প্রাকৃতিক বা ঘরোয়া উপাদানগুলি বেশি কার্যকর। আর, কফি চুলের যত্নে সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপাদানগুলোর একটি।

তাহলে দেখে নিন চুলের যত্নে কীভাবে কফি ব্যবহার করবেন।

পদ্ধতি ১: কফি দিয়ে চুল ধোয়া

কফি দিয়ে চুল ধুলে তা তা চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায়তা করে।

উপকরণ

২ টেবিল চামচ গ্রাউন্ড কফি

১ কাপ জল

ব্যবহারের পদ্ধতি

** এক কাপ কফি তৈরি করে তা ঠাণ্ডা করুন।

** এরপর চুলে ভালো করে শ্যাম্পু করুন এবং মাথা ভালোভাবে মুছে ফেলুন। চুলে অতিরিক্ত পানি যেনো না থাকে।

** এবার মাথার ত্বকে এবং চুলে ঠাণ্ডা কফিটি ঢালুন।

** পাঁচ মিনিট ম্যাসাজ করুন।

** ৩০ মিনিট চুল ঢেকে রাখুন।

** তারপর হালকা গরম পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন।

সপ্তাহে ২-৩ বার এটি করলে দ্রুত ফলাফল পাবেন।

পদ্ধতি ২: কফি, নারকেল তেল এবং দই

আমরা জানি, নারকেল তেল চুলে প্রোটিন যোগায়। এটি চুলের ফলিকলগুলিকে পুষ্ট করে চুলকে শক্তিশালী করে তোলে।

দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যা মাথার ত্বকের জন্য খুবই উপকারী।

উপকরণ

২ টেবিল চামচ কফি পাউডার

২ টেবিল চামচ নারকেল তেল

৩ টেবিল চামচ দই

ব্যবহারের পদ্ধতি

** একটি পাত্রে কফি পাউডার, নারকেল তেল এবং দই নিয়ে ভালভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

** এবার এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে ভালভাবে লাগান।

** এক ঘণ্টা চুল ঢেকে রাখুন।

** এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন।

এটি সপ্তাহে ২-৩ বার করতে পারেন।

পদ্ধতি ৩: কফি স্ক্রাব

আমাদের মাথার ত্বকেও স্ক্রাব করা দরকার যেমনটা দরকার আমাদের দেহের ত্বকে। এটি মাথার ত্বকের স্বাস্থ্য এবং চুলের সামগ্রিক মানকে উন্নত করে।

উপকরণ

৮ টেবিল চামচ গ্রাউন্ড কফি

১ কাপ জল

ব্যবহারের পদ্ধতি

** এক কাপ কফি তৈরি করে তা ঠাণ্ডা করে নিন।

** ঠাণ্ডা কফি হাতে নিয়ে মাথার ত্বকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে স্ক্রাব করুন।

** তারপরে মাথা ধুয়ে চুল শুকিয়ে নিন।

এটি সপ্তাহে ২ বার করুন।

আরো পড়ুন:

রাতে ঘুমানোর আগে মুখ ধোয়া কেনো জরুরি

দাঁড়িয়ে খাবার খেলে যে সব ক্ষতি হতে পারে

চা পানে সুস্থ থাকে মস্তিষ্ক

পদ্ধতি ৪: কফি, নারকেল তেল এবং আমন্ড অয়েল

কফি, নারকেল তেল ও আমন্ড অয়েল চুলের বৃদ্ধিতে দারুণ কার্যকরী করে।

উপকরণ

২ টেবিল চামচ গ্রাউন্ড কফি

১ টেবিল চামচ নারকেল তেল

১ চা চামচ আমন্ড অয়েল

১ কাপ ব্ল্যাক কফি

ব্যবহারের পদ্ধতি

** একটি বাটিতে নারকেল তেল এবং আমন্ড অয়েল নিয়ে তারমধ্যে গ্রাউন্ড কফি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

** এটি মাথার ত্বকে ভালভাবে ম্যাসাজ করুন।

** ১৫ মিনিট রেখে দিন।

** এরপর ব্ল্যাক কফি তৈরি করে তা ঠাণ্ডা করুন।

** ১৫ মিনিট পরে চুলে শ্যাম্পু করে নিন।

** এবার ঠাণ্ডা কফি দিয়ে চুলে মাখিয়ে নিন।

** আরও পাঁচ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। তারপর শুকিয়ে নিন।

এই সপ্তাহে ১-২ বার করুন।

সূত্র: বোল্ডস্কাই

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More