নিজের ঘরে ঘুমচ্ছিলেন ঝিনাইদহের শৈলকূপার সোহাগ মণ্ডল (২৪)। রাত আনুমানিক ১২টার দিকে তার বিছানায় সাপ ওঠে। সোহাগ নড়াচড়া করলে তাকে কামড় দেয় সাপটি। বিষধর সাপের কামড়ে শেষ পর্যন্ত প্রাণ যায় সোহাগের।
শুক্রবার উপজেলার উমেদপুর ইউনিয়নের তামিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সাপের কামড়ে নিহত সোহাগ মণ্ডল তামিনগর গ্রামের দাউদ মণ্ডলের ছেলে। তার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।
স্থানীয়রা জানান, সাপে কামড়ানোর পর পরিবারের লোকজন সোহাগকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। শনিবার দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়ে বিষ নামাতে ব্যর্থ হয় ওঝা। পরে বিকেলে মারা যায় সোহাগ।
স্থানীয়দের ধারণা, কালাচ নামে পরিচিত বিষধর সাপ তাকে কামড়াতে পারে।