করোনা আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর প্রয়োজনীয় সেবা দিতে ‘পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক’ চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া এ ক্লিনিক উদ্বোধন করেন।
এ প্রসঙ্গে বিএসএমএমইউ উপাচার্য বলেন, করোনা ভাইরাস মানব দেহের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে এবং দীর্ঘস্থয়ী ক্ষতি করতে পারে। এ কারণে করোনা আক্রান্ত রোগীদের দীর্ঘমেয়াদি ফলোআপের প্রয়োজন। তাই আমরাও উন্নত বিশ্বের মতো পোস্ট কভিড-১৯ ফলোআপ সেবা চালু করেছি।
ডা. কনক কান্তি বড়ূয়া বলেন, ফলোআপের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের দীর্ঘমেয়াদি লক্ষণ ও প্রতিক্রিয়াগুলো চিহ্নিত করতে পারলে বিপুল সংখ্যক রোগীকে রোগের স্থায়ীত্ব ও মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীদের প্রায় ৫ বছর ফলোআপ করার প্রয়োজন হবে।