মহামারি করোনাভাইরাসের ‘হটস্পট’ হয়ে উঠেছে দক্ষিণ-এশিয়ার দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৮ জন। এতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৯৮ জন।
রোববার (৩০ আগস্ট) ভারতীয় সংবাদ-মাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৭৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ লাখ ১৩ হাজার ৯৩৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯৩৫ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৪১ হাজার
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।