কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর, এসআই তাজেদুর রহমান ফারুকী ও তদন্ত কর্মকর্তা মাহমুদ হাসান কর্তৃক নিরীহ কৃষক আব্দুর রহমান ও তার পরিবারের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রামে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুর রহমান। এসময় তার দুই ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কৃষক আব্দুর রহমান অভিযোগ করেন, আদালতে জমিজমা সংক্রান্ত চলমান মামলায় তদন্তে বিবাদী পক্ষের সাথে হাত মিলিয়ে নাগেশ্বরী থানার ওসি রওশন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শুধু তাই নয় মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য তার নিকট জোড় করে মুচলেখা নেয়ার অভিযোগও করেন তিনি।
এ অবস্থায় পরিবারের নিরাপত্তাসহ উক্ত মামলার পূণ: তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেন কৃষক আব্দুর রহমান।