ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তবে এরই মধ্যে বেশ ব্যাকফুটে আসরে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত কারণে এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন দলটির সবচেয়ে সফল ব্যাটসম্যান সুরেশ রায়না। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের সাবেক এই তারকা ক্রিকেটার।
আইপিএলের ১৩তম আসর খেলতে ইতিমধ্যে আরব আমিরাতে পারি জমিয়েছিলেন রায়না। এরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এক টুইটা বার্তায় চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ বলেন, ‘‘ব্যক্তিগত কারণে সুরেশ ভারতে ফিরে গেছেন সুরেশ রায়না, বাকি মৌসুমেও তাকে আর পাওয়া যাবে না। রায়নার ও তার পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে চেন্নাই সুপার কিংস।‘
এবারের আসরে রায়নার না খেলা চেন্নাইয়ের জন্য বড় একটা ধাক্কা। দলটির একহন ক্রিকেটারসহ মোট ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। আইপিএলে ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান করেছেন রায়না।