আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশার ফুফাতো ভাই হাসিনুর রহমানকে (৫২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ফিলিপনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে। হাসিনুর রহমান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক বছর আগে ঈদের দিন ওই এলাকায় শাহাবুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। শাহাবুলের হত্যার পরে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। এরই জেরে আজ সকালে হাসিনুর রহমান বাজারে মাছ কিনছিলেন। এ সময় পেছন দিক থেকে নিহত শাহাবুলের বাবা মজিবর রহমান (৪০) তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে মারা যান তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।