জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব লুকানোর দায়ে আর্ন্তজাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, সুখবর হচ্ছে আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিবের নিষেধাজ্ঞা।
এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে দেশ ফিরবেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। তবে, কবে দেশে ফিরবেন সেনিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ব্যাপারে বিসিবির লজিস্টিক টিমের দায়িত্বে থাকা ওয়াসিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার, ৩০ আগস্ট রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে সাকিবের।
দীর্ঘদিন খেলার বাইরে থাকায়, তার ফিটনেসে ঘাটতি থাকাটাই স্বাভাবিক। আর তাই-তো আসন্ন শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই বিকেএসপিতে কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে তিন সপ্তাহ অনুশীলন করবেন সাকিব আল হাসান।
যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব মাঠে নামতে পারবেন কি-না সেটা এখনো নিশ্চিত নয়।
অক্টোবরে ও নভেম্বরে অনুষ্ঠিতব্য তিনটি টেস্ট খেলার জন্য আগামী সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা উড়াল টাইগাররা। সবকিছু ঠিকঠাক থাকলে টাইগাররা দেশ ছাড়বে ২৪ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা যাওয়ার আগে দলগত অনুশীলন করবে মুমিনুল হকের দল।