লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকছেন না। দিন কয়েক আগে তিনি একথা জানিয়ে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে। গ্রহের সবচেয়ে জনপ্রিয় এ ফুটবলারকে দলে ভেড়াতে এরিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে ইউপোরের অনেক ক্লাব। তবে মেসির পরবর্তী ঠিকানা কোথায় সেটা এখনো স্পষ্ট হয়নি।
এই অবস্থার মধ্যে মেসির বাবা ও তার ব্যক্তিগত পরামর্শদাতা হোর্হে মেসি জানিয়েছেন তার ছেলে আগামী মৌসুম থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলবেন।
চলমান গুঞ্জনের মধ্যেই ফ্রান্সের একটি পত্রিকার দাবি করেছে তাদের সঙ্গে কথা হয়েছে মেসির বাবার। তিনি নাকি জানিয়েছেন, পরবর্তী ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটিকেই পছন্দ আর্জেন্টাইন মহাতারকার।
আরো পড়ুন: মেসি-বার্সার সুখের সংসারে কুচ্ছিত বিচ্ছেদ
মেসির বার্সা ছাড়ার ঘোষণা আসতেই ফরাসি ক্লাব পিএসজি তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছিলো। কিন্তু এল ইকুইপে নামের ওই পত্রিকার দাবি, হোর্হে মেসি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, মেসির পছন্দ ম্যানচেস্টার সিটি।
আরো পড়ুন: যেখানে দশে দশ মেসি
সম্প্রতি ফরাসী ক্লাবটিতে যোগ দিতে মেসিকে অনুরোধ করে ফোন করেছিলেন তার সাবেক বার্সা সতীর্থ নেইমার।
এল ইকুইপের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। তিনি তাকে মেসির বিষয়ে অনুরোধ করেছিলেন। তবে হোর্হে মেসি তাকে জানিয়ে দিয়েছেন, আপাতত ফ্রান্সে যেতে আগ্রহী নন মেসি।