করোনা ভাইরাস বেশিরভাগ মানুষের জন্য জন্য অভিশাপ হিসেবে দেখা দিলেও সেটা আবার শাপেবর হয়েছে কারো কারো ক্ষেত্রে।
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার কথাই ধরুন। স্বাভাবিক সময়ে দুজন দুই গ্রহের বাসিন্দা। পান না দম ফেলবার ফুসরতও। করোনা ভাইরাসে সারা বিশ্ব লকডাউন থাকায় পরস্পরকে আরো বেশি সময় দিতে পেরেছেন যার ফলে তাদের ঘর আলোকিত করে আসছেন নতুন অতিথি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি ও আনুশকা জানিয়েছেন বাবা-মা হতে যাচ্ছেন তারা।
নিজেদের ইনস্টাগ্রামে এই তারকা দম্পতি লিখেছেন, ‘এবং তারপর, আমরা তিন হতে যাচ্ছি।! আসছেন ২০২১ এর জানুয়ারিতে।’ ‘বিরুস্কা’ দম্পত্তির পোস্ট ভাইরাল হতে মোটেও সময় লাগেনি। ভক্ত সমর্থকরা শুভকামনা জানাচ্ছেন তাদের। অনাগত সন্তানের মঙ্গল কামনা করছে পুরো বিশ্ব।
কয়েক বছর ধরেই মন দেওয়া নেওয়া চলছিল বিরাট কোহলি ও আনুশকা শর্মার। অবশেষে ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।