মৃত্যুর ভয়ে ৮০ বছর ধরে চুল কাটেননি ভিয়েতনামের এনগুয়েন ভান চিয়েন। মাত্র ১২ বছর বয়স থেকে চুল কাটা বন্ধ করে দেন। তার চুল এখন ৫ মিটার লম্বা।
এনগুয়েন বলেন, স্কুলে যাওয়ার পরেই চুল কেটে ফেলার চাপ আসে। কিন্তু পরে আর আমি চুল কাটিনি। কারণ আমি মনে করি চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক জড়িত আছে।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, চুল কেটে ফেলার পর হয়ত মারা যেতে পারি। তাই কখনোই চুল কেটে ফেলার সাহস করতে পারিনি। চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি। মাঝে মাঝে পরিষ্কার রাখি।