বিকাল ৩:৩৮ বৃহস্পতিবার ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দুরন্ত-চুয়াডাঙ্গা শখের বশে বেগুনি রঙের ধান চাষ (ভিডিও)

শখের বশে বেগুনি রঙের ধান চাষ (ভিডিও)

লিখেছেন মামুন শেখ
বেগুনি রঙের ধান চাষ-durantobd.com
Spread the love

মিঠুন মাহমুদ

নিতান্তই শখের বশে বেগুনি রঙের ধানের চাষ করছেন চুয়াডাঙ্গার এক কৃষক। তার এই ধান মাঠের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের কৃষক ছাদেক আলি ঝিনাইদহে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে প্রথম এই ধান দেখেন। সেখান থেকে ২৭টি বেগুনি রঙের ধান বীজ নিয়ে আসেন।

দুই বছরে ওই বীজগুলো থেকে প্রায় ৭ কেজি বেগুনি রঙের ধান বীজ তৈরি করেন। এ মৌসুমে এক বিঘা জমিতে সেই ধান রোপণ করেন।

কৃষক ছাদেক আলি বলেন, এর রঙ হলো বেগুনি। দেখতে খুবই সুন্দর। এটা দেখে আমি কিছু বীজ সংগ্রহ করি। এরপর নিজের জমিতে চাষ করি।

তিনি বলেন, এর ফলন মোটামুটি খারাপ না। আউশের মৌসুমে ২০-২২ মন ধান হয়। এ বছর আশপাশের অনেকেই এই ধানের চাষ করবে।

আরো পড়ুন: স্বল্প পুঁজিতে শরিফা চাষে লাখপতি জীবননগরের সাদ্দাম (ভিডিও)

ধানের গাছ বড় হওয়ার সাঙ্গে সঙ্গে বেগুনি রঙও গাড় হতে থাকে। এর চালও হয় স্বাভাবিক চালের থেকে কিছুটা আলাদা, হালকা বেগুনি রঙের।

এ জাতের ধানের ফলন বিঘা প্রতি ১৮-২০ মণের মতো হয়। দেশীয় প্রজাতির ধানের থেকে ফলন কম হলেও এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আশপাশের এলাকার অনেক কৃষকই এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন। অনেকেই ছাদেক আলীর কাছে বীজের জন্য অগ্রিম বলেও রাখছেন।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুফি মো: রফিকুজ্জামান বলেন জানান, আগামী বছর জেলায় আরো বেশি করে এই ধান চাষের ব্যবস্থা করা হবে।

এ ধানের জাতটি গবেষণার জন্য ধান গবেষণা ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More