মডেল অভিনেত্রী মিথিলা কিছুদিন আগে জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইনের সঙ্গে ছবি পোস্ট করায় নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
ছবিটির সঙ্গে তিনি ক্যাপশন দিয়েছিলেন, ‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ~ জীবনানন্দ দাশ’। মিথিলার আগুন ঝরানো এ ছবিটিতে মুহূর্তের অনেক লাইক নেতিবাচক মন্তব্যেও অনেকেই।
বর্তমানে কলকাতার স্বামী সৃজিত মুখার্জীর বাড়িতে আছেন মিথিলা। ছবিটির বিষয়ে তিনি বলেন, কলকাতায় আসার আগে ঢাকায় বেশ কিছু ফটোশুট করেছিলাম। ওখানেই তুলেছিলাম ছবিটি। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম।
তিনি আরো বলেন, কলকাতায় তো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই মাঝে মাঝে এ ধরনের ছবি দেব মনে করছি।