বর্তমানে বিভিন্ন রকম স্মার্টফোন বাজারে দেখা যায়। এসকল স্মার্টফোন ফনের চাহিদাও দিনে দিনে বেড়ে চলেছে। ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত।
আমরা যখন বাজার থেকে এসকল ফন ক্রয় করি তখন কি লক্ষ্য করা হয় ফনটি আসল বা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিবন্ধিত কি না। যাচাই করে না কিনলে হয়তো কিছুদিন পরেই বন্ধ হয়ে যেতে পারে শখের ফোনটি। বিটিআরসি নিবন্ধিত না হওয়ায় যে কোনো সময় ফোনটি বাতিল হয়ে যেতে পারে।
আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত কি না, যানার জন্য যা করবেন-
মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে যেয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২-তে পাঠাতে হবে। ফিরতি মেসেজ ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি না, জানিয়ে দেয়া হবে।
মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। এ পদ্ধতি অনুসরণ করলে আসল ফন চিনতে কোন ঝামেলায় পড়তে হবে না।