সব পাখি ঘরে আসে- সব নদী-ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
জীবনানন্দ দাশের কবিতার এই দুটি লাইন আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সঙ্গে দিয়েছেন নিজের একটি ছবি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে।
সেই ছবিতে মিথিলাকে দেখা গেছে শাড়ি পরা অবস্থায় তবে কিন্তু ব্লাউজ নেই। খোলা চুলে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টা ৮ মিনিটে পোস্ট করার পর ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। রাত পৌনে ১১টা পর্যন্ত এতে প্রতিক্রিয়া (লাইক) দেখিয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ। মন্তব্য পড়েছে ১০ হাজারের বেশি। আর শেয়ার হয়েছে প্রায় ১ হাজার বার।
এর আগে গত ১৯ এবং ২০ আগস্ট জীবনানন্দের কবিতার সঙ্গে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন মিথিলা।
১৯ আগস্ট তিনি পোস্ট করেন-
সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো;
পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন;
কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো;
গ্ৰীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন
শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়ে
কী চেয়েছে? কী পেয়েছে?- গিয়েছে হারায়ে।
-জীবনানন্দ দাশ
আর ২০ আগস্ট পোস্ট করেন-
একটা ধবল চিতল-হরিণীর ছায়া
আতার ধূসর ক্ষীরে-গড়া মূর্তির মতো
নদীর জলে
সমস্ত বিকেলবেলা ধ’রে
স্থির।
-জীবনানন্দ দাশ
করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর পুরোটা সময় ঢাকাতেই ছিলেন কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী মিথিলা। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সম্প্রতি ছুটে গেছেন স্বামীর কাছে। সঙ্গে আছে একমাত্র মেয়েও।