বয়স পঞ্চাশের কাছে তবুও নিজেকে এখনো শারীরিকভাবে ফিট রেখেছেন জয়া আহসান।
২৪ আগস্ট রাতে তার নিজের ফেসবুক পেজে একটি আবেদময়ী সাদাকালো ছবি পোষ্ট করে ভাইরাল হয়েছেন। ইতিমধ্যে ছবিটিতে ৬৩ হাজার লাইক ৯৮৭ শেয়ার এবং ৪ হাজার তিনশত কমেন্ট করেছেন তার ভক্তরা।
ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, Colour is descriptive…Monochrome is interpretive…
এই ধরনের ছবি পোষ্ট করায় সমালোচনায় এসেছেন তিনি। ছবিটিতে অনেকেই ইতিবাচক ও নেতিবাচক কমেন্টও করেছেন।
পার্থ প্রীতম রায় নামের এক ব্যক্তি কমেন্ট করেছেন, বরফ গলে জল থেকে বাষ্প হয়ে আবার বৃষ্টি নামছে।
রাকিবুল ইসলাম কমেন্ট করেছেন, আপনি রেগুলার এমন ছবি আপলোড করুন ,ছেলেপেলের সাইকোলজিস্ট লাগত না। এমনিতে ডিপ্রেশন কেটে যাবে এই হতাশ জাতির।
ইব্রাহিম হোসাইন বলেছেন, সেই নব্বই দশকের গোলাপ আজ বিংশ শতাব্দীতে এসেও সুভাস আর আলো ছড়াচ্ছে।
নিজের দক্ষতা আর সৌন্দর্য ছড়িয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। সমবয়সী অন্যান্য অভিনেত্রীদের তুলনায় ফিটনেসের দিক থেকেও অনেক এগিয়ে তিনি। ভক্তদের সামনে নিত্যনতুন লুকে হাজির হন মাঝে মধ্যেই।
ফেসবুকে ও ইনস্টাগ্রামে কখনো বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। এবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে আলোচনায় এই অভিনেত্রী।