আগামী ৩০ আগস্ট থেকে দেশের সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মস্থলে ফিরলেও সবাইকে স্বাস্থবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি স্থগিত থাকবে। এছাড়া সবাই এক সঙ্গে কাজ করার বদলে ধাপে ধাপে শিডিউল করে উপস্থিত হবেন।
এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সৌদি আরবের বিভিন্ন নগরের স্বাস্থ্য সূচকের আলোকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে বেশ কয়েকমাস ধরে কর্মকর্তারা ঘরে থেকে অনলাইনে অফিসের কাজ করছিলেন।