নীলফামারী: হবু শশুর বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভো-দৌড় দিয়ে পালিয়েছেন বর। ঘটনাটি শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে নীলফামারী জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের টেপুরডাঙ্গা গ্রামে ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, টেপুরডাঙ্গা গ্রামের দিনমজুর আলম মিয়ার ১৫ বছর (নাবালিকা) মেয়ের সঙ্গে গত শুক্রবার বিয়ের আয়োজন করা হয় একই গ্রামের শুকুর আলীর ছেলে আমিনুল ইসলামের। দিনে সব আয়োজন শেষে রাত ১১টার দিকে কনের বাড়িতে হাজির হন বরযাত্রী।
বাল্য বিয়ের এ খবর তাৎক্ষণিক পৌঁছে যায় সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) একে এম আজমিরুজ্জামানের কাছে। বিয়ে ঠেকাতে কনের বাড়িতে পুলিশ পাঠান ওসি। অনুষ্ঠানে পুলিশের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যান যাত্রীসহ বর আমিনুল।
সদর থানার উপ-পরিদর্শক পরিতোষ রায় জানান, বাল্য বিয়ের খবরে সদর থানা পুলিশের পরিদর্শক একে এম আজমিরুজ্জামেনর নির্দেশে আমি ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বরযাত্রীরা আগেই পালিয়ে যায়।
এ প্রসঙ্গে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমিরুজ্জামান বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে মেয়ের পিতার বাড়িতে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতে টের পেয়ে বর ও বরযাত্রী পালিয়ে যায়।