সকাল ৮:৩৭ বৃহস্পতিবার ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ দেশে করোনায় ৭৯ চিকিৎসকের মৃত্যু

দেশে করোনায় ৭৯ চিকিৎসকের মৃত্যু

লিখেছেন sayeed
Spread the love

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৭৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এরপর একে একে মৃত্যুবরণ করেন আরও ৭১ চিকিৎসক। এছাড়া ৭ জন করোনার উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন।

সারাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৯১ জন চিকিৎসক, এক হাজার ৯২০ জন নার্স এবং তিন হাজার ১৪৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৮৬০ চিকিৎসক, ৭৭৫ নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ঠিক দশ দিন পর ১৮ আগস্ট দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মোট মৃত্যু হয়েছে ৩হাজার ৯০৭ জনের। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২লাখ ৯২হাজার ৬২৫জন। দেশে করোনা থেকে ১লাখ ৭৫হাজার ৫৬৭ জন সুস্থ হয়েছেন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More