আহত গরুকে উদ্ধারে হেলিকপ্টার ভাড়া করলেন সুইজারল্যান্ডের কৃষক ড্যাং। পায়ে আঘাত পেয়েছিল গরুটি। পাহাড় থেকে হাঁটিয়ে নিচে নামালে আঘাত আরো বাড়ার সম্ভাবনা ছিল। তাই গরুটিকে উদ্ধার করতে হেলিকপ্টার ডেকে আনেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সুইজারল্যান্ডে আল্পস পার্বত্য এলাকায় এই ঘটনা ঘটে।
হেলিকপ্টার থেকে মাঝ আকাশে ঝুলছে আহত গরুটি। তার সারা শরীরে হার্নেস লাগানো। এভাবেই সুইস আল্পস থেকে নিচে নামানো হয় গরুটিকে।
আহত গরুকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করার জন্য অনেকেই ড্যাংকে ধন্যবাদ জানিয়েছে। একজন নেটিজেন লিখেছেন, ‘গরুটিকে এইভাবে উদ্ধার করে নিজের ভালোবাসার পরিচয় দিয়েছেন ড্যাং।’ আরো একজন লিখেছেন, ‘আমি পশু-প্রেমী মানুষদের ভালোবাসি।’ আহত গরুটিরও প্রশংসা করেছেন একজন।