মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে ফিরতে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) পিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট হতে হবে ৪৮ ঘণ্টা আগের। বাংলাদেশসহ অন্য যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর করা করেছে দেশটি।
শুক্রবার (২১ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষের বরাদ দিয়ে দূতাবাস জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশসহ অন্য যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ পিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট সংগ্রহ করতে হবে। আর ফ্লাইটের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগের এই রিপোর্ট দিতে হবে।
এর আগে, এই রিপোর্ট জমা দেয়ার মেয়াদ ছিল ৯৬ ঘণ্টা। তবে এখন থেকে ৪৮ ঘণ্টা আগের রিপোর্ট দিতে হবে। এ সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ।