সন্ধ্যা ৬:৩৮ রবিবার ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ একাদশ সংসদের নবম অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর

একাদশ সংসদের নবম অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর

লিখেছেন sayeed
Spread the love

একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এদিন বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে। গতকাল বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় সংসদের ৯ম (২০২০ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন ১১টায় এ অধিবেশন শুরু হবে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এবারো করোনাকালেই অধিবেশন বসছে। এবারের অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। করোনা সংক্রমণ বিবেচনায় অধিবেশনটি মাত্র পাঁচ কার্যদিবস চলতে পারে। আগের অধিবেশনগুলোর মতো এবারো কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More