জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলাকালে দক্ষিণ আফ্রিকার দুই জন ক্রিকেটার মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
এরইমধ্যে দুই খেলোয়াড়কে নিয়ম অনুসারে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে কোন দুই জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন; তা প্রকাশ করা হয়নি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানায়, ‘আইসোলেশনে থাকা দুই খেলোয়াড়কে নিয়মিত ফলো-আপে রাখছে সিএসএ’র মেডিকেল দল। তাদের দুইজনের কোনো বিকল্প থাকছে না অনুশীলন ক্যাম্পে।
ক্যাম্পে অনুশীলন করছেন যেসকল ক্রিকেটাররা: এইডেন মার্করাম, আন্দিলে ফেলুকায়ো, এনরিখ নর্তসে, বিউরান হ্যান্ডরিকস, বিয়র্ন ফরচুন, ড্যারিন দুপাভিলন, ডেভিড মিলার, ডিন এলগার, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, গ্লেন্টন স্টার্ম্যান, হেইনরিখ ক্লাসেন, জানেমান মালান, জন-জন স্মাটস, জুনিয়র দালা, কাগিসো রাবাদা, কিগান পিটারসেন, কেশব মহারাজ, কাইল ভেরিন্নে, লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা, পিটার মালান, পিট ফন বিলজন, কুইন্টন ডি কক, রসি ফন ডার ডুসেন, রিজা হ্যান্ডরিকস, রুদি সেকেন্ড, সেনুরান মুথুসামি, সিসান্দা মাগালা, তাবরিজ শামসি, টেম্বা বাভুমা, জুবায়ের হামজা।