রাত ১১:৫৫ শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম বিদেশ সরকারি চাকরি বরাদ্দ থাকবে স্থানীয়দের মধ্যেই!

সরকারি চাকরি বরাদ্দ থাকবে স্থানীয়দের মধ্যেই!

লিখেছেন dipok dip
Spread the love

এখন থেকে সরকারি চাকরি শুধুমাত্র নিজেদের রাজ্যের নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি এই বিষয়ে শিগগিরই আইন প্রণয়ন করা হবে বলেও জানিয়েছেন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

ইতোমধ্যে করোনার কারণে দেশজুড়ে চাকরির সংকট দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের সরকারি চাকরি শুধুমাত্র স্থানীয়দের জন্য সংরক্ষণ করায় নতুন করে বিতর্ক দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। এক ভিডিও বার্তায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘মধ্যপ্রদেশ সরকার আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে এই রাজ্যের সরকারি চাকরি শুধুমাত্র স্থানীয়দের জন্যই সংরক্ষিত থাকবে। এর জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ আমরা করব। মধ্য প্রদেশের যা কিছু সম্পদ, তা ভূমিপুত্রদের জন্যই।’

এর আগে শিবরাজ সিং চৌহান বলেছিলেন যে মধ্যপ্রদেশের সরকারি চাকরিকে স্থানীয় বাসিন্দারা অগ্রাধিকার পাবে। গত শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেছিলেন, ‘এই রাজ্যের সরকারি চাকরিতে মধ্যপ্রদেশের তরুণ সম্প্রদায় অগ্রাধিকার পাবে। এখন চাকরির বাজার কমে এসেছে। তাই আমাদের নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা আগে ভাবার আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ফলের ভিত্তিতে স্থানীয় যুব সম্প্রদায়কে চাকরিতে নিয়োগ করানোর জন্য বিশেষ প্রক্রিয়া চালু করা হবে।’ শিবরাজ সিং চৌহান আরও বলেন যে মধ্যপ্রদেশে ওবিসি কোটা ১৪ শতাংশ থেকে ২৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর জন্য আদালতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তাঁর সরকার। এর আগে এই আবেদন জবলপুর হাইকোর্টে খারিজ হয়ে যায়।

ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ, যাঁর কংগ্রেস সরকারের গত মার্চ মাসে পতন ঘটে, ট্যুইটারে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের সরকার ক্ষমতায় আসার আগে আপানারা তো ১৫ বছর মধ্যপ্রদেশ শাসন করছেন। সেই দীর্ঘ সময় আপনারা কজনকে চাকরি দিয়েছিলেন? অবশেষে এতদিন পর আপনাদের ঘুম ভাঙল। এই রাজ্যের বাসিন্দাদের জন্য যে চাকরিতে সংরক্ষণ জরুরি, তা এতদিনে আপনারা বুঝতে পেরেছেন। তবে এটা যেন শুধুমাত্র একটা ঘোষণা হয়েই না থেকে যায়।’

পাশাপাশি কমল নাথ আরও মনে করিয়ে দেন যে মধ্যপ্রদেশের শিল্প ক্ষেত্রে ৭০ শতাংশ চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষণ করার জন্য আইন লাঘু করার চেষ্টা তিনি আগেই করেছিলেন। এছাড়াও মধ্য প্রদেশের বেসরকারি ক্ষেত্রের ৭০ শতাংশ চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষণ করার কথা ঘোষণা করেন তিনি।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More