সন্ধ্যা ৬:৪০ রবিবার ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম শিক্ষা ও চাকরি যে কোন সময় এইচএসসি পরীক্ষা গ্রহণে প্রস্তুত মন্ত্রণালয়

যে কোন সময় এইচএসসি পরীক্ষা গ্রহণে প্রস্তুত মন্ত্রণালয়

লিখেছেন dipok dip
Spread the love

দেশজুড়ে চলমান করোনা সংক্রমণের ফলে গত এপ্রিল থেকে শুরু করতে না পেরে স্থগিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে এই পরিস্থিতিতে এবার এইচএসসি পরীক্ষা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ‘কভিড-১৯-এর কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি, স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য প্রয়োজনে সেন্টার বৃদ্ধির প্রস্তুতিও রয়েছে আমাদের। যখনই পরীক্ষার তারিখ ঠিক হবে, স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে অনুসরণ করতে পারি, তা আমরা নিশ্চিত করব।’

সচিব আরও বলেন, ‘জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে আমরা যখনই সিদ্ধান্ত নেব, তখনই জানানো হবে। শুধু জেএসসি নয়, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন তা পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করব আমরা কী করতে যাচ্ছি।

এইচএসসি ও জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, ‘সিদ্ধান্ত হলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কিনা, তা জানানো হবে ২৫ আগস্টের পর।’

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More