পূর্বঘোষণা ছাড়াই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে ঢাকা সফরে আসছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় পা রাখবেন তিনি। দেশটির পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এই ধরনের সফরের আগে দুই পক্ষই সরকারি ভাবে ঘোষণা দিয়ে থাকে। তবে শ্রিংলার এ সফরে আনুষ্ঠানিক ভাবে কোনও দেশই কিছু যানায়নি।
ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ দেশীয় একাধিক গণমাধ্যম থেকে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের তথ্য পাওয়া গেলেও ঢাকা বা নয়াদিল্লি কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। হর্ষ বর্ধন শ্রিংলার এই ঝটিকা সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ মন্তব্য করতে রাজি হননি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনে ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করবেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যুতে আগামী দিনগুলোতে জোর দিতে হবে, সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেবেন সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।