এমনিতেই দুই দেশের মধ্যে সম্পর্কের মাত্রা বেশ তিক্ততায় রূপ নিয়েছে। এর মধ্যেই এবার ভারতের মোদী সরকারকে আবারও কথার আক্রমণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
জানালেন, মোদী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, তাতে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচের আয়োজন করা অসম্ভব। ইমরানের ভাষায়, দুই দেশের মধ্যে ‘ভয়াবহ আবহাওয়া’ তৈরি হয়ে আছে। খবর ডয়চে ভেলের।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান। সেখানেই উঠে আসে ক্রিকেটের প্রসঙ্গ। ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট শেষ হয়েছে ২০১২ সালে। আর টেস্ট ম্যাচ হয়েছে ২০০৮ সালে। মুম্বাইয়ে ২৬/১১ হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কোনও সিরিজ খেলতে চায়নি।
ব্যতিক্রম হয়েছিল কেবল একবারই। ২০১২ সালে। ওয়ান ডে খেলা হয়েছিল। তবে দুই দেশেই বহু সময়ে ফের দ্বিপাক্ষিক ক্রিকেট চালু করার প্রস্তাব দিয়েছে কোনও কোনও পক্ষ।
ভারত বারবারই বলেছে, ২৬/১১ হামলার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা পাকিস্তানের সঙ্গে ক্রিকেটে অংশ নিতে রাজি নয়। এবার ইমরানও জানিয়ে দিলেন কূটনীতির এই ‘ভয়াবহ আবহে’ দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন করার কোন প্রশ্নই ওঠে না। এর ফলে ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট আবারও অমীমাংসিত হয়েই থাকল।