বিশেষ ফ্লাইটে চেপে কয়েক ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় পৌঁছায়।
কূটনীতিক সূত্রগুলো বলছে, পূর্বঘোষণা ছাড়াই এই সফর করছেন শ্রিংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের চেষ্টা চলছে।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করবেন বলে ধারনা করা হচ্ছে।
ঢাকার মিডিয়াগুলোর খবরে বলা হচ্ছে, এই সফরের উদ্দেশ্য ও আলোচ্যসূচির বিষয়ে দায়িত্বশীলদের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।
তবে ভারতীয় একটি মিডিয়ার বরাতে অপরাজেয় বাংলা সকাল ৯টায় একটি খবরে জানিয়েছিলো, তিস্তা সেচ প্রকল্পে চীন সরকার এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে, এমন একটি খবরের পরিপ্রেক্ষিতে শ্রিংলা ঢাকা এসেছেন।
তবে বিষয়টি জানতে বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।