আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই শ্রীলঙ্কা সফরের জন্য ২০ থেকে ২২ জনের টিম ঘোষণা করবে বিসিবি। ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু হবে টাইগারদের।
১৮ সেপ্টেম্বর প্রত্যেক ক্রিকেটারের করা হবে করোনা পরীক্ষা। লংকায় সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বিসিবি।
করোনাকালে টাইগারদের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফর দীর্ঘবিরতির পর কর্মব্যস্ত টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে অবশ্য লংকা ট্যুরের কাজ গুছিয়ে ফেলেছে বোর্ড।
করোনার মধ্যে প্রথম সিরিজ সব পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে সচেতনভাবে। সে কারণেই ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে দল। এর পরেই প্রত্যেক ক্রিকেটারের হবে করোনা টেস্ট। ২১ সেপ্টেম্বর থেকে শুরু অনুলীলন ক্যাম্প।
দেশে সব কার্যক্রম শেষে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে করোনা পরীক্ষার পর থাকতে হবে হোম কোয়ারেন্টিনে। ঠিক কতো দিন হোটেল বন্দি থাকতে হবে টাইগারদের, তা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি দুই বোর্ড। তবে আভাস মিলেছে, ১৪ দিনের কম রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
দলীয়ভাবে দেশে খুব একটা অনুশীলনের সুযোগ পাবেন না মুশফিক, মুমিনুলরা। প্রস্তুতি সারতে হবে লঙ্কানদের ডেরায়। নিজেদের মানিয়ে নিতে মূল লড়াইয়ের আগে তিন থেকে চারটা প্রস্তুতি ম্যাচ খেলাও সুযোগ পাবেন টাইগাররা।