কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে জুয়াড়িদের আটক করতে গিয়ে উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।
এ ঘটনায় মহিপুর থানা পুলিশ পৗর ছাত্রলীগের সভাপতি মো.মজিবর (২৯), শাহীন (৩০), গোলাম মাওলা (৩০), রবিউল (২৯) ও কলিম মাহমুদ (৩২) নামের পাঁচ জুয়াড়িকে আটক করেছে।
সোমবার রাত ১২ টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল ‘কিং’-এ এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে কনেষ্টেবল মো.ইব্রাহিম, মৃদুল কান্তি বেপারী ও মো.রফিকুল ইসলামকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার আবাসিক হোটেলে’ ১০২ নং কক্ষে এ দীর্ঘদিন ধরে এক শ্রেণির জুয়াড়ি টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল। সোমবার রাতে পুনরায় তারা জুয়াড় আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে গেলে জুয়াড়িরা পুলিশের উপর হামলা চালায়। পরে সেখান থেকে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। এসময় জুয়াড় আসর থেকে পাঁচ হাজার ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক জুয়াড়িদের বাড়ি কুয়াকাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বলে জানা গেছে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা প্রদান করা ও জুয়া আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।