এবার জামাইয়ের করা ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক শ্বশুর। ঘটনাটি ঘটেছে পিরোজপুর পৌরসভার মৃক্তারকাঠী গ্রামে।
জানা যায়, নিজের শ্বশুরকে জামিনদার রেখে বিভিন্ন ব্যক্তির কাছে ঋণ নেন জামাই। এরপর জামাইয়ের নেয়া ঋণের চাপ সইতে না পেরে শ্বশুর আব্দুল ছালেক সরদার (৬০) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলায় বাড়ির কাছের একটি গাছ থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত আব্দুল ছালেক পিরোজপুর পৌরসভার মৃক্তারকাঠী গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে।
এ ঘটনায় নিহত ছালেকের ছেলে শামীম সরদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
শামীম জানান, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে নিহতের জামাই নিজাম উদ্দিন পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে একটি ফাস্টফুডের দোকান দেন। এরপরও বিভিন্ন সময় শ্বশুরকের জামিনদার রেখে নিজাম অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছে। বর্তমানে এ ঋণের পরিমান ১৩ লক্ষাধিক টাকা।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যায় নিজাম। তাকে না পেয়ে ঋণদাতারা বিভিন্নভাবে তার শ্বশুর ছালেককে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে। সেই চাপ সইতে না পেরেই ছালেক আত্মহত্যা করেছে বলে দাবি শামীমের।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
এদিকে, সকালেই ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।