রাত ১২:৫৪ শনিবার ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ ছেলেকে বাঁচাতে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

ছেলেকে বাঁচাতে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

লিখেছেন kajol khan
murder_durnatobd
Spread the love

ছেলেকে বাঁচাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন লুৎফর নিকারী (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী। সাতক্ষীরার তালা উপজেলার ভাইস চেয়ারম্যান ও তার সমর্থকদের মারপিটে নিহত হয়েছেন তিনি।

সোমবার (১৭আগস্ট) রাত ১১টার দিকে সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে ঘটনাটি ঘটেছে।

নিহত লুৎফর নিকারী (৬৫) তালা সদরের জেয়ালা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে।

এদিকে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মরদেহ নিয়ে মিছিল করে তালা থানা ঘেরাও করে গ্রামবাসী। তাদের একটাই দাবি ‘খুনিদের ফাঁসি চাই’।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরছিলেন লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরের বেড়ী রয়েছে। খাল থেকে ধরে সেলিমকে আটকে রেখে বারুইহাটি গ্রামের রনি, ওই গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখসহ তিনজন মিলে তাকে মারপিট করেন।

ছেলেকে মারপিটের ঘটনা শুনে বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌড়ে যান। মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি তাকেও মারপিট করেন। এতে তিনি মারা যান। সেলিমকেও তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় রাতেই পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ এ ফোন দেয় স্থানীয়রা। তারপর রাতেই অভিযান চালিয়ে সরদার মশিয়ারকে আটক করে পুলিশ।

ওই এলাকার হযরত নিকারী জানান, সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার কানের পর্দা ফেটে গেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More