গতকাল সোমবার শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর এই যে, সন্তানসম্ভবা শুভশ্রীর করোনা পরীক্ষার ফল ফল নেগেটিভ এসেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লিখেছেন, শুভশ্রী ও বাড়ির বাকি সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
রাজ জানান, শুভশ্রী ও তাঁর বাড়ির অন্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। নিজের শারীরিক পরিস্থিতিরও আপডেট দেন তিনি। এসময় রাজ জানান, তিনি ভালো আছেন এবং নিজের দেখভাল করছেন। ভক্তদের আশ্বস্ত করে রাজ বলেন, তিনি ও শুভশ্রী আলাদা ঘরে আছেন। তাই সংক্রমণের ভয় নেই।
গতকাল রাজ চক্রবর্তী জানান, সম্প্রতি তাঁর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দুবারই তাঁর বাবার করোনার ফল নেগেটিভ আসে। তবে নিজে কোভিড পজিটিভ বলে জানান রাজ।
রাজ চক্রবর্তীর স্ত্রী চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা। শুভশ্রীসহ রাজের পরিবার যাতে সুস্থ থাকে, সেই প্রার্থনা ভক্তদের।