বিকাল ৪:১১ রবিবার ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ সিনহা হত্যা: ৩ পুলিশ কর্মকর্তাকে তদন্ত টিমের জিজ্ঞাসাবাদ

সিনহা হত্যা: ৩ পুলিশ কর্মকর্তাকে তদন্ত টিমের জিজ্ঞাসাবাদ

লিখেছেন sayeed
Spread the love

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা টাকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলালকেজিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুপুর ২টার পর জিজ্ঞাসাবাদ শেষ হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির সদ্যসরা জানান, টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিতকে কক্সবাজার জেলা কারাগারের সুপারের সহায়তায় জেলকোড অনুযায়ী কারাফটকে আনা হয়।

পরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড সম্পর্কে তাদের বক্তব্য নেয়া হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আশা করছি এ সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা হবে। এ পর্যন্ত এ মামলায় ৬০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রিমান্ডে থাকা সাত আসামি হলেন- এসআই লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়া টেকনাফ থানায় পুলিশের করা মামলার তিন সাক্ষী মো. নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আয়াস। আদালতের নির্দেশে শুক্রবার তাদের রিমান্ডে নেয় র‍্যাব।

তদন্ত টিমে ছিলেন- কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান, সদস্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সদস্য লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More