নির্বাহী আদেশে পাওয়া বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে হলে সরকারের কাছে আবেদন করতে হবে। জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যিনি দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা মাথায় নিয়ে কারাবন্দি ছিলেন। তবে নির্বাহী আদেশে পাওয়া তার মুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে।
মেয়াদ শেষ হলে খালেদা জিয়া কারাগারে ফিরবেন নাকি তার মুক্তির মেয়াদ বাড়ানো হবে, বাড়ানোর জন্য কোথায় আবেদন করতে হবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘যেহেতু সরকার নির্বাহী আদেশে তাকে আপাতত মুক্তি দিয়েছে, মুক্তি বলবো না বাইরে থাকার অনুমতি দিয়েছেন। সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে আবেদন করতে হবে। এখানে আদালতের কোনো বিষয় না।’