জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানির নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মোশাররফ হোসেন ভূঁইয়া এর আগে সরকারের সিনিয়র সচিব হিসেবে এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পদ্মা সেতু প্রকল্প শুরুর সময়টিতে তিনি সেতু সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩ জানুয়ারি তিনি অবসরে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স অব আর্টস ডিগ্রি অর্জন করেন মোশাররফ হোসেন ভূঁইয়া।