কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাতিজাকে বাঁচাতে গিয়ে মারা গেলেন চাচাও। মৃতরা হলেন মির্জাপুর গ্রামের আজিজুল হক ও রাব্বি ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে ওই গ্রামের বজলুল হকের ছেলে রাব্বি তাদের বাড়ি পাশে একটি পুকুর পাড়ে পোল্ট্রি ফার্মের ঝুলে থাকা বিদ্যুতের তার মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারসহ পুকুরের পানিতে পড়ে যায় রাব্বি। তাঁকে বাঁচাতে এগিয়ে যান চাচা আজিজুল হক। এ সময় আজিজুল হকও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন।