দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতিতে ঘরোয়া টুর্নামেন্টের সব থেকে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন সম্ভব হবে না মন্তব্য করেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি কার্যালয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এ কথা জানান বিসিবি সভাপতি।
নাজমুল হাসান পাপন বলেন, এটা খুবই কঠিন। এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশে সম্ভব। আপনি দেখেন আইপিএলের মতো খেলা ওরা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে, কিন্তু সেখানেও অনেক খেলোয়াড় আসতে পারবে না। কে কে আসতে পারবে নিশ্চয়তা নেই। আজকে আমি নেগেটিভ করে ২০-৩০ টা ছেলেকে নিয়ে শুরু করে দিলাম, কিন্তু খেলতে গিয়ে পজিটিভ হচ্ছে।
তিনি আরও বলেন, আমি আজকে নেগেটিভ আছি, কালকে হবো না, এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এখন বলা হচ্ছে এয়ারবোন, এতে বাতাসে থাকতে পারে, লিফটে, গাড়িতে থাকতে পারে, দরজা দিয়ে ঢুকতে পারে। এটার এত বেশি সম্ভাবনা, কীভাবে হবে কেউ বলতে পারবে না। কাজেই নিশ্চয়তা যেহেতু নেই আমাদের যথেষ্ট সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।