সৌদি আরবে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম সন্তান যুবরাজ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সৌদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
শনিবার, ১৫ আগস্ট দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে সৌদি যুবরাজের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
শনিবার রাজধানী রিয়াদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে সৌদি রয়্যাল কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন আজিজ বিন তুর্কি আল সৌদ। তার হলেন রাজকুমারী আয়েদা ফুস্তুক।
যুক্তরাজ্যের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেছেন সৌদি এই রাজপুত্র।